বাংলাদেশে আমরাই সর্বপ্রথম প্রত্যেকটি লাইনের উপর দিয়ে বাংলায় তাজবীদের সাংকেতিক চিহ্নব্যবহার করেছি। যা দেখে সহজেই তাজবীদসহ বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা যাবে। আমরা এই কুরআনের মাঝে প্রিমিয়াম মানের ফন্টব্যবহার করেছি, যা অত্যন্তক্লিয়ার ও স্বচ্ছ । এর প্রতিটি বর্ণ, শব্দ ও হারাকাত স্পষ্ট আকারে লিখিত । একটি হরফের সঙ্গে অন্যটি জড়িয়ে যায়নি। ফলে অল্পবয়স্ক সহ বৃদ্ধদের জন্য দীর্ঘ সময় দেখে তেলাওয়াত করলে পাঠকের চোখে কষ্ট ও জটিলতা অনুভূত হবে না, ইনশাল্লাহ।